As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3316

শিরক-বিদআত

প্রকাশকাল: 27 Feb 2015

প্রশ্ন

ইসলামি শরীয়তে- ওরশের বিরানি বা কোন খাবার খাওয়া যাবে কি? কারন ওরশ করা তো শিরক? ঠিক তদ্রুপ মিলাদের কোন খাবার খাওয়া যাবে কি? কারন মিলাদ বিদাত। দয়া করে সহি কুরআন এবং হাদিসের আলোকে জানাবেন।

উত্তর

উরস, মিলাদ ও এসব অনুষ্ঠানের খাবার একজন মূমিনের জন্য বর্জন করা আবশ্যক।