As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3292

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Feb 2015

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম: আমি ভারতীয় সেনা এ কাজ করি আমার প্রশ্ন টি হল- আমাদের এখানে বিভিন্ন হিন্দু দেব দেবীর নামে জয়কারা করা হয় .আমরা সেখানে জয়কারা বলি না মুখ থেকে এবং মন থেকে বলি না কিন্তু আমাদেরকে তাদের জয়কারা বলার সঙ্গে সঙ্গে হাত তুলতে হয় mane tader k dakhate hoi j amraw boli. এক্ষে কি আমারই চাকরিটা করা বৈধ না অবৈধ? এখানে আমার Abba Maa kothata bolei.মা চাকরিটা ছেড়ে দিতে বলছে e ক্ষেত্রে আমার চাকরীটা কী করা উচিত তাকে উচিত নয় আর জয়কারা যেসব নামগুলো বলা হয় সেগুলো হলো ভারত মাতা কি জয় কালী মাতা কি জয় বজরং বলি কি জয় এই সমস্ত জয়কারা তো আমার কি করা উচিত এক্ষেত্রে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বাভাবিকভাবে এটা করা বৈধ নয়। তবে যেহেতু আপনারা বাধ্য হচ্ছেন, আর মুসলিমদের সেনাবাহিনীতে থাকাও প্রয়োজন তাই যতটা সম্ভব এগুলো এড়িয়ে চলে চাকুরী করুন। যেখানে বাধ্য হন সেখানে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নিশ্চয় আপনাকে ক্ষমা কর দিবেন।