As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3283

তাওহীদ

প্রকাশকাল: 25 Jan 2015

প্রশ্ন

ami jante chai, kalima koyti o ki ki? ekjon muslimer koyti kalima jante o mante hobe?

উত্তর

কালিমা মূলত একটি। এই একটি কালিমা মূলত জানতে এবং মানতে হবে। সেটা হলো। أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ সহীহ বুখারী, হাদীস নং ৪৬২। উক্ত হাদীসে আছে এই কালিমার মাধ্যমেই রাসূলুল্লাহ সা. অমুসলিমদের মুসলিম বানিয়েছেন।