রাসূলুল্লাহ সা. এর হাদীস থেকে নামাযের বিবরণ পাওয়া যায়, এর ভিতর কোনটা ফরজ, কোনটা ওয়াজিব এগুলো হাদীসে লেখা নেই। তবে হাদীসের ভিত্তিতেই বুঝা যায় নামাযের সব কাজের গুরুত্ব এক নয়। কোনটার গুরুত্ব কতটুকু হাদীস দ্বারাই এটা নির্ধারণ করে ফকীহগণ ফরজ, ওয়াজিব বা সুন্নাতে বিভক্ত করেছেন। কোন কোন ফকীহ কোন বিষয়কে বেশী গুরুত্বপূর্ণ মনে করেছেন অন্য কোন ফকীহ হয়তো সেটাকে কম গুরুত্বপূর্ণ মনে করেছেন, এভাবে একটি বিষয়কে কেউ ফরজ বলেছেন আবার কেউ ওয়াজিব বলেছেন। আমরা-আপনারা যাদের কুরআন-হাদীস থেকে সরাসরি মাসআলা বের করে আমল করার আদৌ কোন যোগ্যতা নেই তারা যে কোন একজন ফকীহ-এর মতানুযায়ী আমল করলেই হবে। আরো বিস্তারিত জানতে 01734717299