As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3231

শিরক-বিদআত

প্রকাশকাল: 4 Dec 2014

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম। সম্মানিত শায়েখ। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিলো। প্রথম প্রশ্নঃ আমাদের দেশে যে দোয়ার আয়োজন করা হয় কারো মৃতু্যে উপলক্ষে আবার কেও S.S.C পরিক্ষা দিবে বা কেও নতুন কনো ব্যবসা খুলবে এই উপলক্ষে এইটাকে অনেকে মিলাদ মাহফিল বলে তো এই কাজ টা কি সুন্নাত সম্মত। দ্বিতীয় প্রশ্নঃ মানুষ মারা গেলে আমাদের দেশে যেই সব প্রথা চালু আছে যেমন, ৩ দিনা ৪ দিনা করা,৪০ দিন পর চল্লিশা করা,বিরাট আয়োজন করে মানুষ খাওয়ানো গ্রাম অঞ্চলে এই টাকে মেজবানি বলে। আবার লাশ কে জেই খানে গোসল করানো হয় ওই জায় গায় বাধঁ দিয়ে রাখা হয় জাতে কেও ওই জায়গা দিয়ে হেটে জেতে না পারে বলা হয় চল্লিশ দিন প্রজন্ত ওই জায়গা দিয়ে হাটা যাবে না। এই কাজ গুলি কি আদৌও হাদিসে কথাও বলা আছে নাকি বিদাত এই কাজ গুলি। জানালে উপকৃত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। মৃত ব্যক্তির জন্য দুআর অনুষ্ঠান না করে স্বাভাবিকভাবে দুআ করতে হবে। মৃত ব্যক্তির জন্য আমাদের দেশে যেভাবে দুআা অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করানো হয় এটা সুন্নাহসম্মত নয়, এটা পরিহার করা আবশ্যক। পরীক্ষা বা ব্যবসা উপলক্ষে দুআর আয়োজন করা বৈধ এবং খাওয়া দাওয়াও বৈধ। ২। না, এসব কাজ হাদীসসম্মত নয় এবং বিদআত।