আসসালামু আলাইকুম আমরা জানি যে, আশুরার রোজা ২ টি, ৯ তারিখ ও ১০ তারিখ…কিন্তু অনেক কে দেখছি তারা মহররম মাসের প্রথম ১০ দিন ই রোজা রাখে, তারা এটাকে মুহররম চাঁদ এর রোযা বলে…..এসব রোযা রাখলে কোন সমস্যা আছে কি?
অন্যান্য মাসে এরকম চাঁদ এর রোযা আছে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। মুহররম চাঁদ এর রোযা রোজা বলে কিছু নেই। স্বাভাবিকভাবে নফল রোজা এই দিনগুলোতে রাখতে পারেন। অন্যান্য মাসেও রাখতে পারেন। নিষিদ্ধ দিনগুলো বাদে যে কোন দিন নফল রোজা রাখা যায়।