আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, প্রিয় মোহতারাম শায়েখ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার রহমতে ভালো আছেন। আপনার নিকট আমাদের নিচের জানার বিষয়ঃ ১। শেষ বিচারের দিন বা হাশরের মাঠে – কোন মুমিন মানুষের নেক আমলের ওজন বদ আমলে চেয়ে বেশী। কিন্তু বদআমলও আছে। এখন প্রশ্ন হল – (ক) এমতাবস্থায় উক্ত ব্যক্তির যেহেতু নেক আমলে পাল্লা ভারী হওয়ার কারণে সে কি সরাসরি জান্নাতে চলে যাবে? (খ) অথবা নেক আমল আছে তা বদআমলে তুলনায় কম, এখন প্রশ্ন হলো – দ্বিতীয় ব্যক্তি কি বেশী বদআমলের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে? ২। আমরা জানি ইসলামে পর্দা ফরজ আবার মা-বাবার খেদমত করা ফরজ। এখন মা-বাবার সাথে সাবালেক ছোট ভাই আছে। এমতাবস্থায় মা-বাপকে সাথে রাখলে নিজের স্ত্রীর সাথে পর্দা লঙ্গন হচ্ছে। এমনকি নিজের স্ত্রীকে পর্দার কথা বললে – প্রতিউত্তরে বলে একসাথে থাকলে পর্দা করা যায় না। এমতাবস্থায় পর্দা স্টাবলিশ করলে মা-বাবার খেদমত হয় না আবার পর্দা লঙ্গন হলে মা-বাবার খেদমত হয়। এখন এমতাবস্থায় কোনটা রাখি কোনটা করি? একটু সুন্দর সমাধানমূলক উত্তর চাই।