আসসালামু আলাইকুম, জনাব,
1. মেয়েদের ফরজ গোসল আদায়ের সময় কানের ও নাকের ছিদ্র দিয়ে কিভাবে পানি পৌঁছাবে(যদি নাক ও কান ফুল শরীলে না থাকে কিন্তু নাকে ও কানে ছিদ্র থাকে )
2. যদি সকালে সফরসম দূরত্বে যাত্রা শুরু করার নিয়ত করি তাহলে ভোরে রোযা রাখতে হবে কি না? আর যদি ঐদিন রোজা রেখে ভেংগে ফেলি তাহলে হুকুম কী হবে?
3. নফল সালাত শুরু করে তা ভেংগে ফেললে পরে আদায় করা ওায়াজিব বলে জেনেছি । নফল রোজার ক্ষেত্রে হুকুম কী হবে? জাযাকাল্লাহ