As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3138

সালাত

প্রকাশকাল: 2 Sep 2014

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম। জী ভাই আমার প্রশ্ন ছিলো যে ৪ রাকাত বিশিষ্ট ফরয নামাযে আমি যদি ২ রাকাত ইমামের সাথে নাই পাই তাহলে প্রথম বৈঠকে কি তাশাহুুদ পরবো নাকি চুপ করে থাকবো আর শেষ বৈঠকেই বা কী করবো?
আর ২ রাকাত ফরয নামাযে ১ রাকাত ইমামের সাথে না পেলে প্রথম বৈঠকে কি চুপ করে বসে থাকবো? সালাম ফিরানোর পরে ১ রাকাত পরে তাশাহুদ,দুরুদ,দোয়া মাসুরা পরবো। এই বাবে নাকি জানালে ভালো হতো।

উত্তর

প্রথম বৈঠকে চুপ না থেকে তাশাহুদু পড়বেন। শেষ বৈঠকেও তাশাহুদু পড়বেন। তবে এভাবে ধীরে ধীরে পড়বেন যে, ইমাম সাহবে সালাম ফিরানোর সময় আপনার তাশাহুদু শেষ হবে। আর যদি তাশাহুদু, দরুদ শরীফ, দুআ মাসূরা পড়েন তবুও নামাযের ক্ষতি হবে না। সাজদায়ে সাহু দেয়া লাগবে না। ২ রাকাত ফরয নামাযে ১ রাকাত ইমামের সাথে না পেলে হুকুম আগের মতই।প্রথম বৈঠকে চুপ না থেকে তাশাহুদু পড়বেন। শেষ বৈঠকেও তাশাহুদু পড়বেন। তবে এভাবে ধীরে ধীরে পড়বেন যে, ইমাম সাহবে সালাম ফিরানোর সময় আপনার তাশাহুদু শেষ হবে। আর যদি তাশাহুদু, দরুদ শরীফ, দুআ মাসূরা পড়েন তবুও নামাযের ক্ষতি হবে না। সাজদায়ে সাহু দেয়া লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন।