আসসালামু ওয়ালাইকুম। জী ভাই আমার প্রশ্ন ছিলো যে ৪ রাকাত বিশিষ্ট ফরয নামাযে আমি যদি ২ রাকাত ইমামের সাথে নাই পাই তাহলে প্রথম বৈঠকে কি তাশাহুুদ পরবো নাকি চুপ করে থাকবো আর শেষ বৈঠকেই বা কী করবো?
আর ২ রাকাত ফরয নামাযে ১ রাকাত ইমামের সাথে না পেলে প্রথম বৈঠকে কি চুপ করে বসে থাকবো? সালাম ফিরানোর পরে ১ রাকাত পরে তাশাহুদ,দুরুদ,দোয়া মাসুরা পরবো। এই বাবে নাকি জানালে ভালো হতো।