As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3111

সালাত

প্রকাশকাল: 6 Aug 2014

প্রশ্ন

আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দ্যেশে আর মোহাম্মদ (সঃ) এর সুন্নত অনুসারে। তাহলে আমরা কেনো মাযহাব অনুসারে ইবাদাত /নামায পড়ি?

উত্তর

আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলুল্লাহ সা. এর সুন্নাত অনুযায়ী ইবাদত করার জন্যই সাধারণ মানুষের মাজহাব মানতে হয়।সাধারণ মানুষ এবং এমন আলেম যারা কুরআন ও হাদীস থেকে মাসআলা বের করতে পারে না তাদেরকে কোন না কোন আলেমের মতামত অনুযায়ী চলতে হয়। কোন হাদীস সহীহ, কোনটা সহীহ নয়, কোন হাদীসের ব্যাখ্যা কি হবে, কুরআনের কোন আয়াতের তাফসীর বা ব্যখ্যা কি হবে এইসব বিষয়ে কোন না কোন আলেমের মতামত তাকে শুনতে হয়। আর এটাই মাজহাব মানা। সুতরাং এমন মানুষদের জন্য মাজহাব মানা ছাড়া কেন বিকলপ নেই। এবং এমন প্রত্যেকেই মাজহাব মানে। হয়ত সে প্রসিদ্ধ চার মাজহাব মানে কিংবা অন্য কোন আলেমের মতামত মেনে চলে। আরো বিস্তরিত জানতে ফোন করতে পারেন 01762629405