As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3107

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Aug 2014

প্রশ্ন

আমার অনেক বন্ধুদের আকীদা হলো,যেসব মসজিদে মাইকে নামাজ পড়া হয় তারা সেখানে নামাজ পড়েনা, এটা সম্পুর্ন হারাম, তাদের মতে। সেক্ষেত্রে অনেক যুক্তি ও দেয়। বাট আমদের দেশ সহ সব খানেই এই মাইক প্রচলিত,এমনকি মক্কা মদীনায় ও। আমি মক্কা মদীনাকে দলিল মনে করি না, সেক্ষত্রে ইসলাম এর সঠিক দলিল কি তারা এও বলল, যে প্রমান করতে পারবে এটা যায়েজ, তাকে (কোন এক বড় আলেমের কথা নাম বলছিল) ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। সঠিক উত্তর আশা করছি?

উত্তর

ঐ সব পাগলদের এড়িয়ে চলুন। মাইক ব্যবহার উম্মাতের ইজমা অনুযায়ী জায়েজ। কেউ এটাকে না জায়েজ মনে করে না, নাজায়জ হওয়ার কোন কারণও নেই।