As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3100

বিবাহ-তালাক

প্রকাশকাল: 26 Jul 2014

প্রশ্ন

Assalamu alikum orahmatullah…
আমি যখন ইন্টারে পড়ি তখন পাশের গ্রামের একটি ছেলের সাথে আসা যাওয়া করাই এক সময় আমাদের মধ্যে ভালবাসাবাসি শুরু হয় । তারই সুত্র ধরে 1.5 বছর পরে আমরা বাসা থেকে পালিয়ে গিয়ে কাজীী অফিসে বিয়ে করি। 3 মাস পরে বাড়ি চলে আসি, এক রকম মেনেও নেয়। 7 মাস পরে বুঝলাম যে আমাকে অনেক দিক থেকে ঠকিয়ে চলেছে অনেক মিথ্যা কথাও সে বলে ছিল বিয়ের আগে। সব থেকে বড় problem সে টাকার জন্য নানাভাবে বলতে থাকে দুজনের মধ্যে love তখন আর নেয়। আমি মেয়ে পক্ষ, বাবাকে অনেক বুঝিয়ে তাকে আমি এক কাজীর মাধ্যমে তিলাক দিলাম । 1 বছর পরে অন্য জায়গায় আমার বিয়ে হয়। প্রশ্ন হল,
1) বাড়ি থেকে পালিয়ে মেয়ে বিয়ে করলে কি বিয়ে হয়?
2)আমার দেওয়া তালাকে কি তালাক হয়েছে?
Quran sunnah আলোকে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ে তালাককে এভাবে মামুলী বিষয় বানিয়ে নেয়া ঠিক নয়। যখন যাকে ইচ্ছা বিয়ে আবার যখন ইচ্ছা তালাক এটাতো স্বাভাবিক বিষয় নয়। হানাফী মাজাহাব অনুযায়ী আপনাদের বিবাহ হয়েছিল। তবে আপনার দেয়া তালাক হয়েছে কি না তা জানতে স্থানীয় কোন আলেমের সাথে যোগাযোগ করুন। বিয়ের সব কাগজগুলো সাথে নিয়ে যাবেন।