As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3097

রোজা

প্রকাশকাল: 23 Jul 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ, জিলহজ্জ মাসে আইয়ামে বিজের সিয়াম, অর্থাৎ, ১৩ জিলহজ্জ সিয়াম পালন করা যাবে কি? যদি সেই ব্যক্তি নিয়মিত প্রতি মাসে তা করে থাকে? যদি না যায়, তবে কি সে ১৪,১৫,১৬ জিলহজ্জ সিয়াম রাখবে, না শুধু ১৪ ও ১৫ তারিখে রাখবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, জিলহজ্বের ১৩ তারিখে সিয়াম পালন করা যাবে না।১৪,১৫,১৬ জিলহজ্জ সিয়াম রাখতে পারেন আবার ১৪ ও ১৫ তারিখে রাখতে পারেন।