ইসলামে কোর্ট ম্যারেজের বিষয়ে কোন বিধি-নিষেধ আছে? যদি মেয়ে পক্ষের বাবা-মা বা গার্ডিয়ান বিষয়টি না জানেন। এই মুহুর্তে যদি মেয়ে বা ছেলের পরিবার কে জানিয়ে পারিবারিক ভাবে বিয়ে করা সম্ভব না হয়। কিন্তু ছেলে এবং মেয়ে বিবাহ বহির্ভূত কথা-বার্তা এবং দেখা-সাক্ষাত করতে না চায়,কিন্তু একে অপরকে পছন্দ করে সে ক্ষেত্রে কি তারা কোর্টে এ বিয়ে করতে পারবে? উল্লেখ্য ছেলে মেয়ে দুজনেই প্রাপ্তবয়স্ক।