১.আমি যাকাতের টাকা হিসাব করার আগে কিচু টাকা নগদ এবং কিচু টাকা দিয়ে মালালাল কিনে আমার বিবাহিত গরীব বোনকে ও অন্য একজনকে দিয়েচি কিনতু নিয়ত করিনি। পরে হিসেবে করে দেখি যাকাতের চেয়ে বেশিই দেয়া হয়েচে। এভাবে কি যাকাত আদায় হয়েচে ২. আমার মামার সহায় সম্পদ আচে কিনতু এখন জীবন নির্বাহের জন্যে কোনো টাকা বা সোর্স নেই শুশুর বাড়ি থেকে এনে চলে। সে কি আমার যাকাতের টাকা খেতে পারবে