As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3024

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 May 2014

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার বাবার ঔষুধের দোকান আছে। বাসার সামনেই। তবে দোকানের কিছু অংশ সরকারি ফেলে রাখা জায়গায়। তবে কি ব্যবসা থেকে প্রাপ্ত আয় সম্পূর্ণ হারাম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সরকারী ঐ জায়গাতে যদি দোকান করা সরাকারীভাবে অবৈধ হয় তাহলে ওখান থেকে দোকান সরিয়ে নিবেন। আর যদি সরকারীভাবে অবৈধ না হয় তাহলে ওখানে দোকান থাকলে অসুবিধা নেই। তবে ওখানে দোকান থাকার কারণে কোন অবস্থাতেই আপনার আয় হারাম হবে না। আপনার গুনাহ হতে পারে, তবে আয় অবৈধ হবে না।