As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3016

বিবিধ

প্রকাশকাল: 3 May 2014

প্রশ্ন

আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ভাই আমার প্রশ্ন হচ্ছে, কারো গায়ে বা পায়ে পা লাগলে আমরা সরধারণত হাত দিয়ে গা স্পর্শ করে মুখে চুমু খাই। এই কাজটা কি ঠিক? ঠিক না হলে এটার সুন্নাত কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।কারো শরীরে পা লাগলে মানুষ দুঃখ প্রকার করার জন্য আমাদের অঞ্চলে এমন করে থাকে। দুঃখ প্রকাশের বিভিন্ন মাধ্যমের একটি হলো এভাবে চুমু খাওয়া। আশা করি এতে সমস্যা হবে না।