As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3005

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 Apr 2014

প্রশ্ন

আমার বাবা-মা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একটি ছেলেকে পছন্দ করেছিল—তখন আমি এস্তেখারা নামাজ পড়ছিলাম এটা দেখার জন্য যে, আমার জন্য ঐ ছেলেটির সাথে বিয়ে হওয়া মঙ্গলজনক কি না—আমি স্বপ্নে দেখেছিলাম যে, ঐ ছেলেটের সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি ধরে নিয়েছিলাম যে, এটা আমার জন্য মঙ্গলজনক হবে। কারন আমি এর আগেও অন্যান্য ব্যাপারে এস্তেখারা করে যে ফলাফল পেয়েছিলাম সেগুলি আমার জন্য মঙ্গলজনক হয়েছিল। এখন সমস্যা হচ্ছে ঐ ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সে আমার ব্যাপারে না বলেছে। এখন তো ঐ ছেলের সাথে বিয়ে হওয়ার আর কোন উপায় দেখছি না। এই অবস্থায় আমার কি করা উচিত? আমি কি ধরে নিব যে ঐ ছেলের সাথে আমার কোন এক সময় বিয়ে হবে— নাকি অন্য কোন ছেলে দেখা শুরু করবো?

উত্তর

ইস্তেখারা করে স্বপ্নে ভাল-মন্দ দেখা যায় বা বুঝা যায়, ্এমন কোন কথা হাদীসে নেই। ইস্তেখারা করার অর্থ হলো সামনের গুরুত্ব বিষয়টি যদি মঙ্গলজনক তাহলে আল্লাহ যেন সেটা হওয়ার তাওফীক দেন আর অমঙ্গলজনক হলে যে কোন ভাবে যেন সে বিষয় থেকে সরিয়ে নেন। মনে হচ্ছে, ঐ ছেলের সাথে আপনার বিবাহ হলে সেটা আপনার জন্য মঙ্গলজনক হতো না। এখন আপনি উপযু্ক্ত কোন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আশা করি বুঝতে পেরেছেন।