আমার বাবা-মা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একটি ছেলেকে পছন্দ করেছিল—তখন আমি এস্তেখারা নামাজ পড়ছিলাম এটা দেখার জন্য যে, আমার জন্য ঐ ছেলেটির সাথে বিয়ে হওয়া মঙ্গলজনক কি না—আমি স্বপ্নে দেখেছিলাম যে, ঐ ছেলেটের সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি ধরে নিয়েছিলাম যে, এটা আমার জন্য মঙ্গলজনক হবে। কারন আমি এর আগেও অন্যান্য ব্যাপারে এস্তেখারা করে যে ফলাফল পেয়েছিলাম সেগুলি আমার জন্য মঙ্গলজনক হয়েছিল। এখন সমস্যা হচ্ছে ঐ ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সে আমার ব্যাপারে না বলেছে। এখন তো ঐ ছেলের সাথে বিয়ে হওয়ার আর কোন উপায় দেখছি না। এই অবস্থায় আমার কি করা উচিত? আমি কি ধরে নিব যে ঐ ছেলের সাথে আমার কোন এক সময় বিয়ে হবে— নাকি অন্য কোন ছেলে দেখা শুরু করবো?