আস-সালামু আলাইকুম, সালাতে প্রথম রাকাতে সুরা বুরুজ ও দ্বিতীয় রাকাতে সুরা ইনফিতার পড়ি তাহলে কি সালাত হবে? তেমনিভাবে প্রথম রাকাতে সুরা নাস ও দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়ি তাহলে কি সালাত হবে? প্রথম রাকাতে আয়াত কম সংখ্যক ও দ্বিতীয় রাকাতে বেশি সংখ্যক তাহলে কি সালাত হবে?