আস-সালামু আলাইকুম। আমি একটি বিষয়ে জানতে চাই। ডাক্তারদের ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে থাকেন। সেগুলো ঔষধের স্যাম্পল, কলম, প্যাড থেকে শুরু করে ঔষধের নাম অংকিত বিভিন্ন শুকনা খাবার, কস্মেটিক্স, ইলেক্ট্রনিক্স, কাপড়, বাসন বা উপহার সামগ্রী হয়ে থাকে। কখনও কখনও কাউকে অনেক দামী উপহার, কোন ভ্রমনের পুরা খরচ, কোথাও বেড়াতে গেলে গাড়ী বা বাহন দেয়া, বা নামী দামী হোটেলে ছুটি কাটানোর অফার দিয়ে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তারের চাওয়া ছাড়াই ঔষধ কোম্পানি এসব অফার দিয়ে থাকেন। সরাসরি কোন লেনদেন বা বিনিময়ের ব্যাপার থাকেনা। আমার প্রশ্ন ইসলামি দৃষ্টিকোণ থেকে একজন ডাক্তারের এসব উপহার বা অফার গ্রহন করা জায়েয হবে কিনা?