As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2887

যাকাত

প্রকাশকাল: 25 Dec 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার প্রায় ৬ লক্ষ টাকা ঋণ আছে। আমার সর্নের পরিমান প্রায় ১২ ভরি। আমার কি যাকাত আসবে? যদি দিতে হয় তাহলে কি পরিমান দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার উক্ত ঋন যদি ব্যাংক ঋন হয় তাহলে এটা ঋন হিসাবে গণ্য হবে না। স্বর্ণের যাকাত দিতে হবে। আর যদি ব্যাংক ঋন না হয় তাহলে ৬ লক্ষ টাকা স্বর্ণের মূল থেকে বাদ দেয়ার পর যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে তাহলে যাকাত ওয়াজিব হবে। তবে বর্তমানে ৬ লাখ টাকা ১২ ভরি স্বর্ণের মূল্য থেকে বাদ দিলে যাকাত ওয়াজিব হওয়ার কথা নয়। যাকাতে দেয়ার পরিমাণ হলো ৪০ ভাগের একভাগ।