As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2829

সালাত

প্রকাশকাল: 28 Oct 2013

প্রশ্ন

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রথমে আসসুন্নাহ ট্রাস্টকে ধন্যবাদ ইসলামকে জানার ও বুঝার সুন্দর একটি প্লাটফর্ম তৈরির করার জন্য। আমি প্রথমে ইসলামের সৌন্দর্য এবং মজা বুঝতাম না এবং এসব থেকে অনেক দূরে ছিলাম। এখন আল্লাহ সুবহানাহু ওতালা কিছুটা বুঝার তৌফিক দিয়েছেন। তাই অনলাইনে ইসলামের বিভিন্ন বিষয় জানার জন্য বিভিন্ন আর্টিকেল পড়ি এবং ইউটিউবেও বিভিন্ন বক্তব্য দেখি। জনাব আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কিছু ভিডিও দেখে উনাকে খুব ভালো লাগতে শুরু করে। আমাদের দেশে কতো জ্ঞানি আছে তারজন্য আল্লাহকে ধন্যবাদ জানালাম। এখন ইসলাম নিয়ে নিয়মিত ভাবি, পড়াশোনা করার চেষ্টা করি। আমার মনে কয়েকটি প্রশ্ন আসছে তাই সিদ্ধান্ত নিলাম আপনাদের সহযোগীতা নিতে পারি । ১:অনেক সময় আমি মসজিদে আসরের নামাজ পড়তে গেছি এবং মনে মনে চার রাকাত সুন্নত পড়ার নিয়ত করে নামাজে দাঁড়িয়ে গেছি, এক রাকাত বা দুরাকাত পর জামাত শুরু হয়ে যাচ্ছে দেখে আমি দুরাকাত পরই সালাম ফিরিয়ে জামাতে দাঁড়িয়ে যাই। এমনটা প্রায় সময় হয়। এটাতে নুন্নাতের দৃষ্টিকোণ থেকে কোন সমস্যা আছে কিনা। ২:আমি দেশের বাইরে আছি এবং আম্মুকে প্রায় সময় কল করে ইসলামের বিভিন্ন বিষয় নতুন জানতে পারলে সেটা শেয়ার করি। ভাবছি যদি কিছুদিন পর দেশে যাই তখন বাড়িতে আমি এবং আমার ছোট একটা ভাই আছে (১৮) এরপর আমার মা এবং ছোট দুই বোন। সেক্ষেত্রে যদি কোনদিন বাড়িতে একসাতে জামাতে সালাত আদায় করতে যাই এবং আমি ইমামতি করি তখন আমার পেছনে আমার এক ভাই এবং আম্মুরা সবাই কি এক কাতারে দাঁড়াতে পারবে? নাকি আমার পেছনে আমার ছোট ভাই এবং তার পেছনে আমার আম্মু ও বোনরা দাঁড়াবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আস-সুন্নাহ ট্রাস্টে সম্পর্কে সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। ১। আপনি আগে দেখবেন সুন্নাত পড়ার মত যথেষ্ট সময় আছে কি না। যদি থাকে তাহলে পড়বেন। না থাকলে পড়বেন না। যদি কোন কারণে নিয়ত করে ফেলেন তাহলে দু রাকাত শেষ করে জামাতে শরীক হবেন, এটা অধিকাংশ আলেমের মত। ২। আপনি একাকি সালাত আদায় করবেন না, সর্বদা মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। তবে কোন সময় যদি জামাত করতেই হয় তাহলে ছেলে ও মেয়েরা ভিন্ন ভিন্ন কাতারে দাঁড়াবে। আগে আপনি ইমাম তারপর আপনার ভাই, তারপর মহিলারা।