রোযা অবসথায় কি নাকের ঔষধ Nasal Spray ব্যবহার করা যায়। আমার সাইনুসাইটিস এর সমস্যা। আমি জেনেছি যে রোযা অবসথায় নাকে ড্রপ ব্যবহার করা যায় না। জানালে উপকৃত হত।
উত্তর
নাকের ড্রপ যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। অধিকাংশ ক্ষেত্রে নাকের ড্রপ গলায় চলে যায় তাই শায়খ আব্দুল্লাহ বিন বাযসহ আলেমগণ বলেছেন, নাকের ড্রপে রোজা ভেঙে যায়। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/93531