As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2809

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Oct 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার মা এবং বাবার ডিভোর্স হয়েছে আমি ছোট থাকা অবস্থায় |তখন থেকে আমি আমার মায়ের সাথে থাকি | আমার বাবার সাথে আমার কোন যোগাযোগ নাই তিনি নিজেও আমার কনো খোজ খবর রাখে না | এমত অবস্থায় আমি আমার পিতার হক আদায় করতে পারসি না| আমার সাধ্য মত আমি আমার মায়ের হক আদায়ের চেষ্টা করি এক্ষেত্রে আমার করণীয় কি বা এবিষয়ে ইসলামিক বিধান কি দয়া করে জানাবেন অনুগ্র করে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হক আদায়ের ধরণটা স্থান-কালের উপর নির্ভর করে। আপনি আপনার বাবার পাশে থাকলে এক ধরণের হতো এখন অন্য ধরণের। আপনার পিতা যদি কোন আর্থিক সমস্যায় পড়ে তাহলে তাকে সহায়তা করবেন। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ আপনার প্রচেষ্টা কবুল করুন।