আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আসসুন্নাহ ট্রাস্ট এর মাধ্যমে অনলাইনে এই গুরুত্তপূরণ প্রয়োজনীয় সেবার ব্যাবস্থা করার জন্য জাযাকাল্লাহুখাইর। আমি মোহাম্মদ, আমি বিবাহ সঙ্ক্রান্ত একটি প্রশ্ন করতে চাই, আমার বোনের স্বামী তাদের বিয়ের সময় মিথ্যার আশ্রয় নিয়ে অনেক ভুল তথ্য দিয়ে বিয়ে করে যা আমরা পরে বুঝতে পারি। ২ বছর হল বিয়ে হয়েছে, এখন গত ৭ থেকে ৮ মাস তিনি কোন যোগাযোগ করেননা। আমাদের কারো ফোন রিছিভ করেননা। এমনকি তার আত্মীয়দেরও না। আমার বোন সরাসরি না বললেও আমরা বুঝতে পারি সেও এই সম্পর্কে সুখি না। এমতবস্তায় আমাদের কি করা উচিৎ এবং যেহেতু তার সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছেনা বা তিনি ইচ্ছে করেই যোগাযোগ করছেননা এবং তিনি কোথায় থাকেন সেটাও আমরা বা তার আত্মীয়রা জানেননা। এখন আমরা যদি তালাক দিতে চাই তাহলে কিভাবে দিতে পারি?
উল্লেখ্য যে, তার যোগাযোগ এবং সকল বুদ্ধি পরামর্শ শুধু তার ছোট ভাইয়ের সঙ্গে হয় যিনি তাবলীগ জামাত করেন। যদিও তার ছোট ভাই নিজের স্ত্রিকেই রাখতে পারেননি, কারন হয়ত তার মনোযোগ সংসারের চেয়ে তাবলীগেই বেশি। অনুগ্রহ করে আপনাদের মতামতটা ইউটিউব বা ফেচবুকের মাধ্যমে জানালে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হত। জাযাকাল্লাহুখাইর