ওয়া আলাইকুমুস সালাম। হাদীসটি লক্ষ্য করুন: أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ قِيلَ وَمَا الْقِيرَاطَانِ قَالَ مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ
আবু হুরায়রা রা. থেকে বর্ণি ত তিনি বলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, যে ব্যক্তি জানাযায় অংশগ্রণ করত নামাজ পর্যন্ত অপেক্ষা করবে সে এক কিরাত নেকি পাবে, আর যে জানাযায় অংশগ্রহণ করে দাফন পর্যন্ত অপেক্ষা করবে সে দু কিরাত নেকি পাবে। জিজ্ঞসা করা হল, হে আল্লাহর রাসূল! দু কিরাত বলতে কি বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দুইটি বড় পাহাড় সমপরিমাণ। সহীহ বুখারী, হাদীস নং ১৩২৫। উক্ত হাদীসে জানাযাতে অংশ গ্রহন এবং দাফনে অংশ গ্রহনের ফজিলত বর্ণিত হয়েছে। আমাদের উচিত সাধ্যমত এই কাজে অংশগ্রহন করা।