As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2690

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 Jun 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
১) বাড়ির বিভিন্ন দেয়ালে (ফযিলত বা বরকতের উদ্দেশে নয়, বরং দৃষ্টি পরামাত্র মনে হওয়ার উদ্দেশে) কুরআন, সুন্নাহর বাংলা অর্থের কিছু অংশসহ অধ্যাপক ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যারের রাহে বেলায়েত বই এর কিছু অংশ যেমনঃ মুমিন জীবনের সকল কর্মের গুরুত্ব ও পর্যায়য়সমুহ, ইবাদাত কবুলের শর্ত, হাক্কুলাহ বিষয়ক বা ব্যক্তিগত কবীরাগুনাহসমুহ, সৃষ্টির অধিকার সংক্রান্ত কবীরাগুনাহসমুহ বাঁধানো থাকলে- তা শরঈসম্মত হবে কী?
২) স্থান সল্পতার কারণে বাড়ির প্রতিটি বাথরুমে টয়লেট এবং গোসলখানা একসাথে থাকেলও এগুলোকে পর্দা দিয়ে আলাদা করা হলে, সেখানে বিসমিল্লাহ্ব লে গোসল শুরু করা শরঈসম্মত হবে কী না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। সমস্যা নেই। টানানো যাবে। ২। বিসমিল্লাহ বলতে পারবেন। সমস্যা নেই।