As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2654

কুরআন

প্রকাশকাল: 6 May 2013

প্রশ্ন

আমার মা-বাবা বা আরো মুরুব্বী যারা আছেন তারা কুরআন শরীফ শুদ্ধরূপে পড়তে পারেননা। তাহলে উনাদের আদায়কৃত সালাত, অন্যান্য ইবাদত কবুল হবে কি অশুদ্ধ পড়ার কারনে? আর এখনকার অবস্থায় উনাদেরকে শিখানোর সুযোগ বা পরিবেশ বা উনাদের আয়ত্ত্বে নেওয়ার মত কোন অবস্থাই দেখতে পাচ্ছিনা। এমতাবস্থায় আমরা সন্তান হয়ে কি করতে পারি উনাদের জন্য?

উত্তর

যদি সালাতে এমন অশুদ্ধ পড়ে যে, তাতে অর্থের বিকৃতি ঘটে বা অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সালাত হবে না। তবে বয়সের কারণে যদি কেউ সঠিক উচ্চারণ না করতে পারেন আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবেন।