As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2610

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Mar 2013

প্রশ্ন

লাল বা হলুদ কাপড় পরিধান করা কি নিষিদ্ধ।রাসুলুল্লাহ (সঃ) কে এক সাহাবি সালাম দিলে, তিনি উত্তর দিলেন না। , কারণ তার গায়ে(পুরুষ) ছিল লাল কাপর।এইটা কি সত্যি? বিস্তারিত জানাবেন।

উত্তর

লাল বাদে অন্য কোন রঙের কাপড় ব্যবহারে কোন সমস্যা নেই। লাল কাপড় ব্যবহার করতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। আপনি যে হাদীসটি উল্লেখ করেছেন সেটা সুনানু আবু দাউদ শরীফের 2738 নং হাদীস। হাদীসটির আরবী পাঠ হলো: دٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ مَرَّ عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- رَجُلٌ عَلَيْهِ ثَوْبَانِ أَحْمَرَانِ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ النَّبِىُّ -صلى الله عليه وسلم- عَلَيْهِ. তবে হাদীসটি সনদগতভাবে দুর্বল। সহীহ হাদীসেও বিষয়টি উল্লেখ আছে। عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : نَهَى رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ عَنِ الْمُفْدَمِ. ইবনে উমার থেকে বর্নিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সা. আমাদেরকে লাল রঙের কাপড় পরতে নিষেধ করেছেন। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৩৬০১। হাদীসটি সহীহ। এই কারণে অধিকাংশ ফকীহ শুধু লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন।