As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2609

সালাত

প্রকাশকাল: 22 Mar 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১) নামাজের মধ্যে প্রতি রাকাতে কতবার হাত সরিয়ে চুলকান, মোবাইল বন্ধ করা, হাই প্রতিরোধ ইত্যদি করা যায়। একজন মুসল্লি বললো যে দুইবারের বেশি করলে নামাজ হবেনা। ২) নামাজে ১ম তাশাহুদে নাকি শেষ তাশাহুদে কখন এই চারটি হতে পানাহ চাইবো, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরি, অমিন আজাবিন নার,,,,,,,,,। এই দুয়াটি কখন কিভাবে পড়া সুন্নাত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন সংখ্যা তো এব্যাপরে হাদীসে নেই। তবে ফকীহগন বলেছেন, দেখে যেন মনে হয় নামায আদায় করছে এমন অবস্থায় থাকলে সমস্যা নেই। যদি এমন আচরণ করে মনেই হয় না, নামাযে আছে তাহলে নামায ভেঙ্গে যাবে। ২। শেষ তাশাহুদে দরুদের পর এই ধরণের দুগুলো পাঠ করবেন।