As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2593

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Mar 2013

প্রশ্ন

আছছালামু আলাইকুম,প্রিয় এবং সম্মানিত হুজুর কেমন আছেন?হুজুর আামার ছেলেকে আমি একজন হক্কানি আলেম এবং সঠিক হাদিস ও কুরআনের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। তো আমার প্রশ্ন হলো-একটা ছেলেকে কত বছরে মাদ্রাসায় দেয়া উচিৎ,কোন মাদ্রাসায় দেয়া, মানে ইত্যাদি বিষয়ে যদি জানাইতেন। আমি প্রশ্নটা ভালো ভাবে বুঝাইতে পারিনাই, আাশাকরি হুজুর বুজবেন। দোয়াকরি আপনাকে আল্লাহ্ ভালো রাখুক এবং হক কথা বলার তৌফিক দান করুক, আরো সম্মানিত করুক। উত্তরটা দিলে উপকৃত হবো। আছছালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি প্রথমে কোন নূরাণী মাদ্রাসাতে দেন। এরপর হিফজ বিভাগে দেন। তারপর নাম করা কোন মাদ্রাসাতে উচ্চশিক্ষার জন্য দিবেন। বিস্তারিত 01734717299