As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2592

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Mar 2013

প্রশ্ন

এখানে আমার প্রশ্ন হলো প্রথম ছবিতে মার্কিং করা অংশটুকু যেখানে লেখা আছে, স্ত্রীর প্রসবে কষ্ট হলে, একটি কাগজে উপরের আয়াতটি লিখে তার হাতে দেয়ার জন্য, তাহলে অতি সহজে প্রসব হবে, কিন্তু প্রসব হওয়ার সাথে সাথে আয়াতটি ফেলে না দিলে হাত থেকে তার নাড়িভুঁড়ি সহ বের হয় আসবে এটার সত্যতা কতটুকু? কোনো হাদিস বা এমন কিছু আছে যেটা দিয়ে উক্ত কথা বিশ্বাস করবো আমি উক্ত আয়াতে এমন কিছুই পাই নাই। তাই সঠিক ভাবে মেনে নিতে পারি নাহ। আর যদি এটা ভুল ব্যাখ্যাই হয়ে থাকে, তাহলে এই বইটি কি আমার পড়া উচিত? নাকি বর্জন করা? বাকি ছবি গুলো দেবার কারন বইটির সম্পর্কে জানানো
২য় প্রশ্নঃ ইসলাম কি কোনো ধরনের তাবিজ সমর্থন করে? বা কাগজে কোনো কুরআনের আয়াত লিখে তা বহন করা নির্দিষ্ট সময়ের জন্য অথবা অনির্দিষ্ট কালের জন্য?

উত্তর

আপনার কোন ছবি আমি পাই নি। তবে আপনার প্রশ্নের উত্তর হলো এমন কোন হাদীস নেই যা উপরের বক্তব্যকে সাপোর্ট করে। এগুলো সম্পূর্ণ বানোয়াট। আপনি এই বই পড়া বর্জন করুন। ২।ইসলাম মূলত তাবিজকে সমর্থন করে না। কাগজে কোনো কুরআনের আয়াত লিখে তা বহন করা নির্দিষ্ট সময়ের জন্য অথবা অনির্দিষ্ট কালের জন্যও না। তবে কোন কোন আলিম কুরআনের তাবিজকে বৈধ বলেছেন।