As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2583

সালাত

প্রকাশকাল: 24 Feb 2013

প্রশ্ন

চার রাকাত নামাযের ক্ষেত্রে কেউ যদি প্রথম বৈঠকে তাশাহুদের সাথে দরুদ পড়ে ( ভুলে) তাহলে কি সাহু সিজদাহ দিতে হবে। বা দরুদের সামান্য অংশ পড়ে ফেলে।

উত্তর

সাহু সাজদা দিতে হবে।