As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2565

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Feb 2013

প্রশ্ন

assalamu aalikum. মুয়াজ্জিনের কি কোন ফজিলত আছে।থাকলে দলীলসহ জানাবেন।যদি এই মুয়াজ্জিন বা ইমাম টাকা নেয়, তাহলে কি সে কোন সোয়াব পাবে।কমিটিসহ অনেকে বলে টাকা নিলে কোন সোয়াব হয় না, বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদীস বর্ণিত আছে। তার মধ্যে একটি হলো: হযরত মুআবিয়া রা. বলেন, سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ আমি রাসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি কিয়ামতের দিন মুয়াজ্জিনদের মাথা সবার উপরে থাকবে। সহীহ মুসলিম, হাদীস নং ৮৭৮। টাকা নিলেও সওয়াব পাবে। যারা বরে সওয়াব পাবে না তাদের কথা ঠিক নয়।