As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2553

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Jan 2013

প্রশ্ন

আসালামু আলাইকুম জী, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার প্রশ্ন হল–এখানকার একজন বড় আলেম এর মুখে আমি শুনলাম যে দেওবন্দের বড় আলেম হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ (সঃ)এর কবরে গিয়ে সালাম দেন, এর পর কবর থেকে সালামের উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। এটা কতটা শরীয়ত সম্মত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন কবরে সালাম দিলে কবরে থাকা ব্যক্তি সালামের জবাব দেন এমন ঘটনা কোন হাদীসে পাওয়া যায় না, নবী সা., সাহাবী বা তাবেয়ীদের যুগে এমন ঘটনার কোন ইতিহাস নেই। সুতরাং এমন ঘটনা বিশ্বাস করা কষ্টকর। আল্লাহ ভাল জানেন।