As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2547

প্রকাশকাল: 19 Jan 2013

প্রশ্ন

আসসালামুয়ালিকুম সকালে (ফজরের) নামাজের পর পা ঘুরিয়ে বসার পূর্বে একশত বার পাঠ করবেঃ*

আবু উমামাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি বলেছেন: যে ব্যক্তি ভোরের (ফজরের)নামাজের পর পা ঘুরিয়ে বসার পূর্বে, একশত বার পাঠ করবেঃ লা ইলাহা ইল্লাল্লাহু অহ্দাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমিতু, বিয়াদিহিল খইর, ওয়া হুয়া আলা কুলি শায়ইন ক্বদীর لا إلهَ إلاّ اللّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ،لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ،يُحْيِي وَيُمِيتُ، بِيَدِهِ الْخَيْرُ،وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ তাহলে সে ব্যক্তিই পৃথিবীর মধ্যে ঐদিনে অধিক উত্তম আমলকারী বলে গন্য হবে সে ছাড়া যে তারই মত পাঠ করেছে অথবা তার চেয়ে বেশী পাঠ করেছে। [সিলসিলা সহীহাহ, হাদীস-২৬৬৪]

আমার প্রশ্ন হছে; ফজরের নামাজের পর পা ঘুরিয়ে বসার পূর্বে- বলতে কি বুঝানো হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের অবস্থা থেকে অন্য অবস্থায় বসার পূর্বে এটা বুঝানো হয়েছে।