As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2503

নামায

প্রকাশকাল: 6 Dec 2012

প্রশ্ন

চার রাকাত নামাযের ক্ষেত্রে যদি কেউ প্রথম বৈঠক না (ভুলে) উঠে যায়, তাহলে করনীয় কি?

উত্তর

ভুলে প্রথম বৈঠকে না বসে উঠে গেলে সাহু সাজদা দিলেই হবে।