As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2469

নামায

প্রকাশকাল: 2 Nov 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, আপনাদের দেয়া উত্তরগুলো আলহামদুলিল্লাহ্ দলিল ভিত্তিক হয়ে থাকে। তাই কোন মাসাআলার ব্যাপারে কনফিউশনে পড়লে প্রায়ই আপনাদের পরামর্শ নিয়ে থাকি। এবারের প্রশ্ন দুটি হলো:

১। সালাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটা কততুকু জরুরি। শাইখ ইবনে বাজ-এঁর ফতোয়াতে, শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ- এঁর ফতোয়াতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটাকে সুন্নাত হিসেবে উল্লেখ আছে। অথচ আমি এতদিন জানতাম যে, সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটা ওয়াজিব (যদিও আমার কাছে এর কোন দলিল নেই)। এ বিষয়ে আপনার অভিমত কী- যদি সালাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে ভুলে যাই, তবে কী সাহু সিজদা দিতে হবে, নাকি সাহু সিজদা না দিলেও সালাত হয়ে যাবে?

২। আপনার বিবেচনায়, সাহু সিজদার বিষয়ে দলিলভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতিটির বর্ণনা করলে উপকৃত হব ইশাআল্লাহ্। মাসসালাআম।আম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, শক্তিশালী দলীলের আলোকে সুন্নাত বলেই মনে হয়। আপনি হয়তো দলীলগুলো ওখানে দেখেছেন। অধিকাংশ ফকীহের মতে সুন্নাত। সুন্নাত ছেড়ে দিলে সাাহু সাজাদা ওয়াজিব নয়। হানাফী মাজহাবে ওয়াজিব। আর ওয়াজিব ছেড়ে দিলে সাহু সাজদা ওয়াজিব হবে। দলীল নিচের হাদীস যেখানে রাসূলুল্লাহ (সা.) এর সাধারণ আমল হিসেবে প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়ার কথা আছে। 776- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ : حَدَّثَنَا هَمَّامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ.

আবু কাতাদাহ তার পিতা থেকে বর্ণনা করেনে যে, রাসূলুল্লাহ (সা.) যুহরের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তেন আর শেষ দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পড়তেন। তিনি আমাদের কুরআন শুনাতেন। দ্বিতীয় রাকআতের তুলনায় প্রথম রাকআতে দীর্ঘ করতেন। এমনই করতেন আসর ও ফজরের সালাতে। সহীহ বুখারী, হাদীস নং ৭৭৬। ২। হাদীসে যেহেতু দুই রকমের কথা আছে সুতরাং আমি মনে করি উভয়টির মর্যাদা একই। অর্থাৎ সালামের আগে কিংবা পরে। তবে এক দিকে সালাম ফিরানোর চেয়ে দুই দিকে সালাম ফিরানো উত্তম বলে মনে হয়। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 1292 নং প্রশ্নের উত্তর।