আসসালামু আলাইকুম। মুহতারাম, আপনাদের দেয়া উত্তরগুলো আলহামদুলিল্লাহ্ দলিল ভিত্তিক হয়ে থাকে। তাই কোন মাসাআলার ব্যাপারে কনফিউশনে পড়লে প্রায়ই আপনাদের পরামর্শ নিয়ে থাকি। এবারের প্রশ্ন দুটি হলো:
১। সালাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটা কততুকু জরুরি। শাইখ ইবনে বাজ-এঁর ফতোয়াতে, শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ- এঁর ফতোয়াতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটাকে সুন্নাত হিসেবে উল্লেখ আছে। অথচ আমি এতদিন জানতাম যে, সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়াটা ওয়াজিব (যদিও আমার কাছে এর কোন দলিল নেই)। এ বিষয়ে আপনার অভিমত কী- যদি সালাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে ভুলে যাই, তবে কী সাহু সিজদা দিতে হবে, নাকি সাহু সিজদা না দিলেও সালাত হয়ে যাবে?
২। আপনার বিবেচনায়, সাহু সিজদার বিষয়ে দলিলভিত্তিক সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতিটির বর্ণনা করলে উপকৃত হব ইশাআল্লাহ্। মাসসালাআম।আম।