As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2461

জুমআ

প্রকাশকাল: 25 Oct 2012

প্রশ্ন

নিচের হাদিসটির ব্যাখ্য দয়া করে জানালে খুশি হব। উমার ইবনু আত্বা ইবনু আবুল খুওয়াব (রহঃ) থেকে বর্ণিতঃ
নাফি ইবনু জুবায়ির (রাঃ) তাকে উমার (রাঃ) এর ভাগ্নে আস-সায়িব ইবনু ইয়াযীদের নিকট এটা জানার জন্য পাঠালেন যে, আমীর মআবীয়াহ সালাত আপনাকে কী করতে দেখেছিলেন। আস-সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) বলেন, একদা আমি মুআবীয়াহ (রাঃ) এর সাখে মিহরাবের মধ্যে জুমুআহর সালাত আদায় করলাম। সালাম ফিরিয়ে আমি একই স্থানে দাঁড়িয়ে (সু্ন্নত) সালাত আদায় করলাম। ঘরে পৌঁছে তিনি লোক মারফত আমাকে বললেন, তুমি (আজ) যা করেছো এরূপ আর কখনো করবে না। জুমুআহর সালাত আদায়ের পর কোন কথা না বলে কিংবা মসজিদ হতে বের না হয়ে সেখানে পুনরায় সালাত আদায় করবে না। কেননা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আদেশ করেছেন যে, কথা না বলে কিংবা মসজিদ হতে বের না হওয়া পর্যন্ত এক সালাতের সাথে আরেক সালাত মিলানো যাবে না। আবু দাউদ। হাদিস নং ১১২৯, জুম্মা অধ্যায়
যাজাকাল্লাহু খাইর

উত্তর

ভাই, আপনার উল্লেখিত হাদীসটি সহীহ। জুমুআর পরে বাড়িতে এসে সুন্নাত পড়াই সর্বোত্তম। তবে মসজিদে পড়াও সাহাবীদের থেকে প্রমানিত। মসজিদের পড়রে না জায়েজ হবে না। দেখুন সুনানু তিরমিযী, হাদীস নং ৫২৩।