ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন কিছুটা অস্পষ্ট। আমি যা বুঝেছি তা হলো, বাচ্চা কাউকে দিয়ে দেয়া যাবে কি না? উত্তর হলো দেয়া যাবে তবে সেই বাচ্চা প্রকৃত বাবা-মায়ের পরিচয়ে মানুষ হবে। যারা পালবে তাদেরকে নিজের পিতা-মাতা পরিচয় দিতে পারবে না। তাদের থেকে কোন সম্পদেরও ওয়ারিস হবে না। প্রকৃত পিতা-মাতা থেকে সন্তানের ওয়ারিস হবে।