As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2378

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Aug 2012

প্রশ্ন

AS SALAMU ALAIKUM.SIR PURUSDER ANGTI PORA JABE KI? BISES KORE SONAR ANGTI.

উত্তর

স্বর্নের কোন কিছু ছেলেরা ব্যবহার করতে পারবে না। মেয়েরা পারবে। এ ব্যাপারে অনেক সহীহ হাদীস আছে। আমি শুধু দুটি হাদীস দিয়ে দিলাম। আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেন, حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِى وَأُحِلَّ لإِنَاثِهِمْ অর্থ: রেশমের পোশাক এবং স্বর্ণের অলংকার আমার উম্মতের ছেলেদের জন্য হারাম করা হয়েছে আর মেয়েদের জন্য হালাল করা হয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮২৪। ইমাম তিরমিযী রহি.সহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। অন্য হাদীসে আছে রেশম ও স্বর্ণ কে দুই হাতে নিয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন,أن هذين حرام على ذكور أمتي অর্থ: এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। সুনানু নাসায়ী, হাদীস নং ৫১৪৪, আবু দাউদ, হাদীস নং ৪০৫৯। হাদীসটি সহীহ। আশা করি বুঝতে পেরেছেন।