As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2377

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Aug 2012

প্রশ্ন

আস্সালামু আলাইকুম মুতারাম গত কিছুদিন আগে আপনাকে নিয়ে আমাদের দেশের বিশিষ্ট কয়েক জন আলেম এর ্একটি ভিডিও দেখলাম যে আপনি ইন্তেকাল করেছেন এবং উনারা শোক পালন করে আপনার কৃতকর্মের উপর সুন্দর বক্তব্য দিয়েছেন । কিন্তু স্যার এখনো প্রতিনিয়ত আমার ফেইজ বুকে আপনার ভিডিও আসছে যা আমাকে বিষ্মিত করছে । যাক বিষয়টি পরিষ্কার করবেন দযা করে । আমি আপনার একজন বক্ত ।আল্লাহ আপনাকে মংগল করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গী রহ. স্যার গত ১১ মে ২০১৬ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। অন্যরা তার পেজগুলো চালায়।