As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2364

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Jul 2012

প্রশ্ন

১। মুহতারাম, যেসব সালাতে সুরা ক্বিরাত জোরে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত আস্তে পড়লে আর যেসব সালাতে সুরা ক্বিরাত আস্তে পড়তে হয়, সেসব সালাতে ভুলবশতঃ সুরা ক্বিরাত জোরে পড়লে কী সাহু সিজ্দা দিতে হবে? সুন্নাহস্মমত বা সুন্নাহর সবচেয়ে কাছাকাছি সহিহ দলিল ভিত্তিক উত্তর দিলে খুব উপকৃত হবো। ২। মুহতারাম, প্রভিডেন্ট ফান্ডের টাকা (সুদসহ মূল টাকা) দিয়ে বাড়ি করলে, তা কি হালাল হবে?
৩। মুহতারাম, জ্ঞান বৃদ্ধির জন্য রব্বি জিদনি ইল্মা পড়া কী সুন্নাহসম্মত? দলিলসহ জানালে উপকৃত হবো। মাআস্সালাম।

উত্তর

একা একা সালাত আদায় করলে সকল সময়ই নিচুস্বরে পড়া যায়। এক্ষেত্রে সাহু সাজদা দিতে হবে না। তবে জামাতে ইমাম সাহেব যদি এমন উল্টা-পাল্টা করেন তাহলে সাজদায়ে সাহু দিতে হবে। ২। প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত টাকা সুদ হিসাবে গণ্য নয়। সুতরাং এই টাকা দিয়ে বাড়ি বানানো যাবে। ৩।রব্বি জিদনি ইল্মা অর্থ হলো প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা পড়া সুন্নাহসম্মত।