As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2284

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 May 2012

প্রশ্ন

১। হাদিসের আলোকে নামাজে কোন কোন স্থানে রফেইদাইন করতে হয়? রফেইদাইন না করার হাদিস কি সহিহ? রফেইদাইন বিষয়ে সাহাবী, তাবেই, তাবে-তাবেইগণের কোন মন্তব্য আছে কিনা? এ বিষয়ে ৪ ইমামের মতামত কি ছিল? বিষয়গুলি দলিলসহ জানালে ্উপকৃত হব। ২। ইমাম আব্দুল্লাহ ইবন মুবারাক ঈমামে আযম আবু হানিফা রহিমাহুল্লাহ এর সামনেই কি জোরে আমিন রফেইয়াদাইন করতেন?
৩। রফেইদাইন বিষয়ে সৌদি আরবের ওলামা কমিটির ফতোয়া এবং শাইখ ইবনে বায, উসাইমিন, ইবনে তাইমিয়া, হাফিয ইবনুল কাউয়্যম, আলবানি (রাহিমাহুল্লাহ), পাকিস্তানের মুফতী তাকী উসমানী ও মাওলানা তারেক জামিল এর মতামত কি?

উত্তর

এই বিষয়ে আমরা আলোচনা করতে আর চাই না। স্যার. রহ. এর বহু ভিডিও আছে সেগুলো দেখে নেবেন। শুধু এতটুকু বলবো শুধুমাত্র তাহরীমার সময় রাফয়ে ইয়াদাইন করার সহীহ হাদীস আছে। আবার একাধিক বার করারও সহীহ হাদীস আছে।