As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2281

বিবিধ

প্রকাশকাল: 28 Apr 2012

প্রশ্ন

আস সালামু আলাইকুম। একজন বক্তা বলেন যে নবিজী(স) সালাতে ভুল করার কথা হাদীসে এসেছে। তার মানে তিনি শরিয়তের ক্ষেত্রেও ভুল করেন। আপনাদের কাছে এব্যাপারে সঠিক ব্যাখ্যা চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এ কথা বলার পর কেউ মুসলিম থাকতে পারে না। এটা অমুসলিমদের বক্তব্য হতে পারেন।আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম কে পূর্ণ করে দিলাম। সূরা মায়েদা, আয়াত ৩।নবী সা. যদি শরীয়রতের ব্যাপারে ভুল করেন তাহলে তো আল্লাহর বক্তব্য মিথ্যা হয়ে যায়, কুরআন মিথ্যা হয়ে যায়। যিনি কুরআনকে মিথ্যা মনে করেন তিনি মুসলিম নন।