assalamu alikum orahmatullah,,, . আমার প্রশ্নের পেয়ে আমি আপনাদের উপর খুশি হয়েছি, যাজাকাল্লাহু খয়রান। আমার আজকের প্রশ্ন, কোন মুসল্লি যদি মসজিদের কোন জাইগাকে তার জন্য নির্দিস্ট করে নেয়, সে শুধু ঐ জাইগাতেই বসে নামাজ আদায় করে থাকে, এমনকি কেও সেখানে বসলে উঠিয়ে দিয়ে বসে। এই মুসল্লির কি এটা উচিত হচ্ছে?