As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2214

নামায

প্রকাশকাল: 21 Feb 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ভাই জান, সালাত ও নামাজ কি এক শব্দ? সালত শব্দের অর্থ কি এবং নামাজ শব্দের অর্থই বা কি? নামাজ শব্দ কোন ভাষা? নামাজ কে সালাত বোললে কি অপরাধ বা গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাত এবং নামায পারিভাষি অর্থে একই । তবে সালাত অর্থ নামায ছাড়াও অন্য কিছুও হতে পারে। যেমন, রহমত দান করা, রহমত প্রার্থনা করা ইত্যাদি। সালাতকে নামায বললে গুনাহ হওয়ার কোন কারণ নেই।