আমার নিসাব পরিমাণ সম্পদ আছে এবং আমার উপর যাকাত ফরয হয়েছে। আমার জানামতে চন্দ্র বছরের প্রথমে ও শেষে যদি একই পরিমাণ সম্পদ থাকে তার ১/৪০ অংশ যাকাত দিতে হয়। । । গত বছর আমার নিসাব পরিমাণের চেয়ে সম্পদ ছিল। কিন্ত কত ছিল আমার হিসাব নাই। কারণ আমি জানতাম না এই বছর যাকাত দিতে হবে। আমার অনুমানে ৪৫-৫৫এর মত ছিল। আমি ৫০ ধরলে আসে ১২৫০ টাকা। আমি কোথায় যেন শুনছিলাম যাকাতের অর্থ একেবারে নির্দিষ্ট পরিমাণে দিতে হয়। কম বা বেশি দেয়া যায় না। এখন আমি কি কিছু বেশি দিতে পারব? এতে কি যাকাত আদায়ের ক্ষতি হবে? ধন্যবাদ