As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2106

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 5 Nov 2011

প্রশ্ন

১. পাকা মেঝেতে কয়েক ফোটা তরল নাপাকি ( প্রসাব ) লেগে গেলে ও তা একটি ভেজা কাপড় দিয়ে একবার মুছে দিলে ও তা শুকিয়ে গেলে কি তা পবিত্র হয়ে যাবে? ২.এরকম ক্ষেত্রে মাটি দ্বারা তরল নাপাকি তুলে ফেললে কি পাকা মেঝে পবিত্র হয়?

উত্তর

১। হ্যাঁ, পবিত্র হয়ে যাবে। ২। হবে, তবে পানি দিয়ে ধুয়ে নেয়া ভাল।