As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2047

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 Sep 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার যেকোনো বিষয়ে সন্দেহ হয়, আমার জন্য কোনটা কল্যাণকর হবে আমি বুঝতে পারি না, সিদ্ধান্তও নিতে পারি না। কারন, আমার সব সময়ই ভয় হয় যে,আমার সাথে সব বিষয়েই খারাপ হবে। অনেকে আমাকে এস্তেখারা পড়তে বলছিল, আমি এস্তেখারা নামাজ পড়েছি কিন্তু তা ও আমি বুঝতে পারি না। এখন আমার কি করা উচিৎ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে চিন্তা বাদ দিতে হবে। স্বাভাবিকভাবে চলবেন। কোন বিষয় সামনে আসলে বড়দের সাথে পরামর্শ করবেন। প্রয়োজনে ইস্তেখারা করবেন, ইস্তেখারা অর্থ কিছু বুঝা নয়, কাজটি আপনার জন্য কল্যানকর না হলে আল্লাহ আপনাকে ঐ কাজ থেকে বিরত রাখবেন। সর্বাবস্থায় আল্লাহর কাছে দুআ করবেন।